শেরেবাংলা মেডিকেল কলেজে কর্মচারীদের বিক্ষোভ
চিকিৎসকের বাসায় চুরির ঘটনায় দারোয়ানকে গ্রেফতারের প্রতিবাদে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ক্যাম্পাসে বিক্ষোভ করেছে কর্মচারী কল্যাণ সমিতি।
শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি শুরু হয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
হাসপাতাল সূত্র জানায়, ক্যাম্পাসের ৪/সি নম্বরের সরকারি বাসায় থাকা মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ও সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহম্মেদের বাসায় গত ৬ জুন চুরি হয়। চোর তার বাসা থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়টি উদঘাটনের জন্য মেট্রো পুলিশের শীর্ষ কর্মকর্তাকে মৌখিকভাবে অনুরোধ জানায়।
কয়েকদিন গতিবিধি নজরদারী করার পর গত বৃহস্পতিবার ডাক্তার কোয়ার্টারের দারোয়ান হানিফ নয়নকে আটক করে পুলিশ। এরপর শুক্রবার সরকারি বন্ধ থাকায় আজ ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন চতুর্থ শ্রেণির কর্মচারীরা। মিছিল শেষে তারা এ বিষয়ে প্রতিকার চেয়ে কলেজ অধ্যক্ষ এবং মেডিকেলের পরিচালকের সঙ্গে কথা বলেন।
চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোদাচ্ছের কবির অভিযোগ করে বলেন, যেদিন চুরির কথা বলা হচ্ছে, সেদিন হানিফ নয়ন দায়িত্বে ছিলেন না। তাছাড়া সু-নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই তাকে আটক করে পুলিশ মাদক দিয়ে আদালতে সোপর্দ করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। এর প্রতিবাদে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
হাসপাতালের পরিচালক ডা. কামরুল হাসান সেলিম জানান, চুরির বিষয়টি পুরোপুরি আইন-শৃঙ্খলা বাহিনীর এখতিয়ারভুক্ত। আন্দোলন করে এ বিষয়ে প্রতিকার পাওয়া যাবেনা। তারপরও যাতে তিনি অন্যায়ের শিকার না হয় সে দিকে বিশেষ দৃষ্টি দেবেন বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/আরআইপি