ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত: ১২:২৩ পিএম, ২০ জুন ২০১৫

গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কলমেশ্বর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় যুবলীগ নেতা হালিম খান অভিযোগ করে বলেন, স্থানীয় মিলনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি মিলন আওয়ামী লীগে যোগদান করেন। শনিবার দুপুর ২টার দিকে মিলন হঠাৎ শতাধিক লোক নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার বাড়ির বেশ কিছু দরজা জানালার কাঁচ ভাঙচুর করে। এক পর্যায়ে তারা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। তিনি জানান, এর আগেও মিলন একাধিকবার তার বাড়িতে হামলা চালিয়েছিল।

জয়দেবপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
                        
মো. আমিনুল ইসলাম/এসএস/আরআইপি