ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য প্রয়োজন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। দল মতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে সবাই মিলে সরকারকে সমর্থন জানালে বিশ্বজনমত আমাদের পক্ষে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে যেভাবে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেভাবে তাদের আগলে রেখেছেন তার ফলে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ পরিচিতি লাভ করেছে।

বুধবার দুপুরে নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী ডেল্টা জুট মিলের উৎপাদন বর্ধিতকরণ ও শুভ পাট ক্রয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সরকার পাট শিল্পের উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। পাটের সোনালী অতীত ফিরে পাওয়ার লক্ষ্যে নানা ধরনের গবেষণা চলছে এবং নতুন ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ডেল্টা জুট মিল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং আরো বেশি লোকজনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

উপস্থিত অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি ডিবিসি টিভির ব্যবস্থাপনা পরিচালন শহীদুল আহসান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌরসভার মেয়র আকাতর হোসেন ফয়সাল, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাজাহান শেখ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহ, জেলা আওয়ামী লীগের নেতা ওমর ফারুক বাদশা, ডেল্টা জুট মিলের ব্যবস্থপনা পরিচালক সাহেদ হোসেন টিটুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিজানুর রহমান/এফএ/এমএস

আরও পড়ুন