পদ্মায় ইলিশ ধরায় ১২ জেলের দণ্ড
চলতি মৌসুমে বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা থাকলেও মানছে না পদ্মা-মেঘনার জেলেরা। তাই প্রতিনিয়তই বিভিন্নভাবে মুচলেকা ও কারাদণ্ডের মতো সাজা ভোগ করতে হচ্ছে তাদের।
বুধবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১২ জন জেলেকে ১১ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন জানান, অভিযান স্থল থেকে দুইশ কেজি ইলিশ মাছসহ ১ লাখ মিটার জাল জব্দ করা হয়। পরবর্তীতে তা বিনষ্ট করা হয়। এ সময় ১২ জন জেলেকে ১১ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনার সময় লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ