ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইলিশ ধরে রাজবাড়ীতে ৩৭ জেলে ধরা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:১৭ এএম, ১২ অক্টোবর ২০১৭

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় রাজবাড়ীতে ৩৭ জেলেকে আটক করেছে পুলিশ। এসময় ৪২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ও ১৪০ কেজি মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পোড়ানোসহ মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

রাজবাড়ী সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ভ্রাম্যমাণ আদালত পরিচলানার মাধ্যমে ১০ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচলানার মাধ্যমে ৫ জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া রাজবাড়ী সদরে ৬ জেলে ও গোয়ালন্দ উপজেলায় ১৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

আরও পড়ুন