ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কারাভোগ শেষে দেশে ফিরলো তিন বাংলাদেশি

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২১ জুন ২০১৫

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৪ মাস কারাভোগ শেষে তিন বাংলাদেশিকে ফিরত দিয়েছে ভারতীয় পুলিশ। রোববার বিকেলে  লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরতকৃতরা হলেন, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রুবেল ওরফে রশিদুল ইসলাম (২৭), আদিতমারী গ্রামের আবু মিয়া আব্বাছ আলীর ছেলে আবু হানিফ মিয়া (২০) ও লালমনিরহাট সদর উপজেলার চত্তরাপাড়া কালমাটি গ্রামের সোলেমান মিয়ার ছেলে সিলিম মিয়া (২৪)।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কাছে ওই ৩ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। বিনা অনুমতিতে তারা আদিতমারী উপজেলার সীমান্ত দিয়ে প্রবেশের সময় ভারতীয় বিএসএফের হাতে আটক হয়।

রবিউল হাসান/এআরএ/আরআই