ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে শিক্ষকের করাদণ্ড

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১১:১৫ এএম, ১৫ অক্টোবর ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এম এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে গোলাম রব্বানী (৪০) নামে এক স্কুলশিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) এ কে এম হেদায়েতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত স্কুলশিক্ষক পাঁচবিবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও আয়মারসুলপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মোবাইলে ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন রকম অশ্লীল ভাষা ব্যবহার করে কুপ্রস্তাব দেন শিক্ষক গোলাম রব্বানী। বিষয়টি ছাত্রী তার অভিভাবককে জানানোর পর রাতেই তারা পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে গভীর রাতে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়। পরে সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের কারাদণ্ড দেন বিচারক।

ওসি আরও জানান, শিক্ষক গোলাম রব্বানীর কাছে প্রাইভেট পড়ার সময়ও তিনি বিভিন্ন রকম কুপ্রস্তাব দিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/পিআর