ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০১:১২ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

শেরপুরের শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেলে জনাকীর্ণ আদালতে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ততরা হলেন- শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে ইমান আলী, তার ছোট ভাই হোসাইন মিয়া ও হোসাইনের স্ত্রী আজেদা খাতুন। একই মামলায় আদালত একই এলাকার ফরহাদ আলীর ছেলে এমরান ও মৃত ওমর আলীর ছেলে হাবিবুল্লাহকে ১০ বছর করে এবং স্থানীয় জমর উদ্দিনের ছেলে ফেরদৌসকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে আজেদা খাতুন পলাতক রয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলার অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ এপ্রিল বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া গ্রামের মৃত রমেজ উদ্দিনের ছেলে ইমান আলী ও তাদের লোকজন স্থানীয় কৃষক মফিল উদ্দিনের বসত বাড়িতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে মফিল উদ্দিন, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে নূরজাহান গুরুতর আহত হন। এ ঘটনায় মফিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ইমান আলীসহ ১১ জনকে আসামি করে শ্রীবরদী থানায় মারপিটে গুরুতর জখম ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার দুই দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পরবর্তীতে একই বছরের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার এজাহার নামীয় সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। বিচারিক আদালতে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন।

হাকিম বাবুল/আরএআর/আরআইপি