ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছিনতাইয়ের সময় পঞ্চগড়ে দুই যুবককে গণধোলাই

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:৪৪ এএম, ১৬ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ে ব্যবসায়ীর বুকে নকল পিস্তল ঠেকিয়ে ছিনতাইকালে হাতেনাতে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে নকল পিস্তলসহ একটি মটরসাইকেল জব্দ করে পুলিশ। আহতাবস্থায় পুলিশ দুই জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

রোববার রাতে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- জেলা শহরের ডোকরোপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে টিপু সুলতান (৩৫) এবং ধাক্কামারা এলাকার বাগানবাড়ি গ্রামের রহিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সোয়া ৮টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই পান ব্যাপারি খোরশেদ এবং আলতাফ হোসেন স্থানীয় হাটে পান বিক্রির প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে রিকশায় করে পঞ্চগড় শহরের ট্রাক টার্মিনাল এলাকায় যাচ্ছিলেন। এ সময় ট্রাক টার্মিলের কাছে মিলগেট এলাকায় ৪টি মোটরসাইকেলে করে ৮ জন আরোহী তাদের গতিরোধ করে। তারা বুকে নকল পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ব্যবসায়ীদের চেচামেচিতে ট্রার্মিনাল এলাকার শ্রমিকরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

তবে একটি মটরসাইকেলসহ (পঞ্চগড় হ ১১-২৬৩৩) দুইজনকে ধরে ফেলে শ্রমিকরা। পরে শতাধীক শ্রমিক তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের হাত থেকে দুইজনকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং একটি নকল পিস্তল জব্দ করা হয়। অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সফিকুল আলম/এফএ/জেআইএম

আরও পড়ুন