মাদারীপুরে স্বামীর নির্যাতনে অন্তসত্ত্বার মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম এলাকার পশ্চিম বালিগ্রাম গ্রামে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে এক সন্তানের জননী অন্তসত্ত্বা খাদিজা বেগম (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৬ বছর আগে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের ইউসুব ফকিরের ছেলে এনায়েত ফকিরের সঙ্গে কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পশ্চিম বালিগ্রাম গ্রামের সিরাজ সরদারের মেয়ে খাদিজা বেগমের (২৪) বিয়ে হয়। কিন্তু বিয়ের পরপরই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান গৃহবধূ খাদিজার ওপর।
নিহতের মা সুরাতন বিবি অভিযোগ করে জাগো নিউজকে বলেন, বিয়ের সময় ছেলে যা পাওয়ার উপযুক্ত তা দিয়ে মেয়ের বিয়ে দিয়েছি। কিন্তু বিয়ের পর আরো টাকা চায় জামাই। কিন্তু যৌতুক দিতে না পারায় ২ মাস আগে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তার গর্ভের সন্তানও নষ্ট হয়ে যায়। আর মেয়ে আমার সেই থেকেই অসুস্থ থাকে আর শেষে মৃত্যু হলো। আমি এর বিচার চাই। আমার টাকা পয়সা না থাকায় আমি মেয়ের চিকিৎসা করাতে পারি নাই।
এ ব্যাপারে ডাসার থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) এমদাদ হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে খাদিজার মরদেহ পাঠানো হবে।
এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর