ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরকীয়ার জেরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ১১:২৩ এএম, ১৬ অক্টোবর ২০১৭

কুষ্টিয়ার মিরপুরে নিজের শিশুসন্তানকে গলা টিপে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়ার ঠাকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওদা বহলবাড়িয়া গ্রামের দুধ বিক্রেতা আব্দুল করিমের স্ত্রী হেনা বেগমের সঙ্গে স্থানীয় তালবাড়িয়া গ্রামের মানিক নামে এক যুবকের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি শোনার পর আব্দুল করিম স্ত্রী হেনা বেগমের কাছে ঘটনার সত্যতা জানতে চান। এনিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটিও হয়। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে হেনা বেগম তার দুই বছরের শিশুপুত্র হাসিবুলকে নিজ ঘরের মধ্যে গলা টিপে হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরকীয়ার জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

আল-মামুন সাগর/আরএআর/এমএস