ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তেঁতুলিয়ায় ধর্ষণে অভিযুক্ত দুই যুবকের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:১১ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়াকে ধর্ষণে অভিযুক্ত দুই যুবক রাজন ও আতিক অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার দুপুরে তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ হাজির হয়ে জামিন তারা আবেদন করলে আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্তি পিপি মির্জা সুলতানে আলম বলেন, আমরা আসামিদের জামিনের ব্যাপারে জোর আপত্তি জানালে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মির্জা সারওয়ার হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আশায় আসামিদের আত্মসমর্পণ করানো হয়। তবে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

তেঁতুলিয়ার অভিযুক্ত ধর্ষক মনসুর আলী রাজন ও আতিকুজ্জামান আতিক গত তিন মাস আগে সোনিয়াকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। এদের মধ্যে রাজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ডবয় এবং আতিক একটি মোবাইল ব্যাংকিং কোম্পানির স্থানীয় এজেন্ট। তারা ধর্ষণের ভিডিও ফুটেজ ফেসবুকে প্রচারের ভয় দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করে সোনিয়াকে। তাদের অব্যাহত হুমকির মুখে গত মঙ্গলবার (১০ অক্টোবর) আত্মহত্যা করে সোনিয়া।

সোনিয়ার পরিবার অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা নিতে টালবাহানা শুরু করে পুলিশ। অবশেষে ঘটনার পাঁচদিন পর শনিবার (১৪ অক্টোবর) সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে রাজন ও আতিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল রাজন এবং আতিক।

সফিকুল আলম/আরএআর/আরআইপি