ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অপহরণ করে গৃহবধূকে গণধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৬ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি সিরাজগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

এর আগে গত ১১ অক্টোবর পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকায় এ গণর্ধষণের ঘটনা ঘটে। আটক মনির হোসেন (৩০) পৌর এলাকার একডালা মহল্লার মকবুল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, প্রশাসন) নূরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার রাণীগ্রাম মধ্যপাড়া মহল্লার ওই গৃহবধূ গত ১১ অক্টোবর ভোর রাতে কর্মস্থল ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে একাই বের হন। পথে ৪/৫ জনের একদল বখাটে যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে একডালা পুনর্বাসন এলাকার নির্জন স্থানে নিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ওই এলাকার একটি বাড়িতে আটকে রেখে আবারও পালাক্রমে ধর্ষণ করা হয়।

অসুস্থ অবস্থায় ওই গৃহবধূ কৌশলে সেখান থেকে পালিয়ে আসে এবং ঘটনাটি পরিবারের লোকজনের কাছে প্রকাশ করে। এ বিষয়টি স্থানীয় কতিপয় লোকজন মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে সোমবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি