ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাবিতে ভর্তি হচ্ছেন দিনাজপুরের সেই পাঁচ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৭ অক্টোবর ২০১৭

সুযোগ পেয়েও অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় থাকা দিনাজপুরের পাঁচ মেধাবী শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। ফলে তারা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।

গত ৭ অক্টোবর ‘সুয়োগ পেলেও ঢাবিতে ভর্তি হওয়ার টাকা নেই তাদের’ শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রকাশের পর গতকাল সোমবার দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও সমাজের হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতায় তাদের ভর্তির জন্য এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যাালয়ে ভর্তির সুযোগপ্রাাপ্ত দরিদ্র মেধাবী ওই পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার টাকা তুলে দেয়া হয়।

এরা হলেন- বীরগঞ্জের ঝাড়বাড়ি প্রসাদ পাড়া বাজার এলাকার নুর ইসলামের মেয়ে রুনা আক্তার (১৮)। তিনি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ১৭৫৪ তম স্থান পেয়েছেন।

বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের লেবু পালের ছেলে উদ্ভব পাল (১৮)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ২১১৩ তম স্থান পেয়েছেন।

বীরগঞ্জের আরেক মেধাবী মুখ মো. সুমন ইসলাম (১৮)। তিনি পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাহ পাড়া মোঃ বজলুর রহমানের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ২২৪৩ তম স্থান পেয়েছেন।

dinajpur

একই ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের বাসিন্দা মো. হাছিনুর রহমান (১৮)। তিনি ভ্যানচালক সমাজ উদ্দীনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ৭৪৮ তম স্থান পেয়েছেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট থেকে ৬৬৮ তম স্থান পেয়েছেন।

এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা পিতৃহীন মোহাম্মদ আলী (১৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ৬৬৮তম স্থান পেয়েছেন।

অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় মোহাম্মদ আলীকে আগামী ২২ অক্টোবর আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানা গেছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বর্তমানে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না- বাংলাদেশে এমন পরিস্থিত আর নেই। কোনো প্রতিভা চাপিয়ে রাখা যায় না। মেধা থাকলে তা বিকশিত হবেই। আমাদের সমাজে এখনও অনেক হৃদয়বান মানুষ আছেন যারা মেধাকে বিকশিত করতে সব ধরনের সহযোগিতা করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নুর ইসলাম নুর প্রমুখ।

এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম

আরও পড়ুন