ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে অস্ত্রসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৭ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলে বিদেশি অস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবকে আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাসাখানপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাসাখানপুর মসজিদ এলাকার আবেদ আলীর ছেলে মো. আবু হানিফ মিয়া (২৮) এবং একই এলাকার আবু সাইদের ছেলে সাইফুল ইসলাম (১৯)।

এ প্রসঙ্গে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বিনা রাণী দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাসাখানপুর বাজারে দুই যুবক নাশকতা চালাবে- এমন তথ্য পেয়ে বাসাখানপুর বাজারে চেকপোস্ট বসানো হয়। এ সময় পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি