ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পত্নীতলায় জমি নিয়ে সংঘর্ষে ২ কিশোর নিহত

প্রকাশিত: ০১:২৩ পিএম, ২২ জুন ২০১৫

নওগাঁর পত্নীতলা উপজেলায় জমি নিয়ে দু`পক্ষের সংঘর্ষে এক আদিবাসী কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরো ১০ জন। সোমবার সকালে উপজেলার আকবরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আদিবাসী কিশোর মিঠুন খালকো (১৩) ও হাফিজুল (২২)।

স্থানীয়রা জানায়, গ্রামের পাশের একটি বিবাদমান জমিতে ৮ থেকে ১০টি দরিদ্র পরিবার কয়েক বছর ধরে বসবাস করে আসছিলেন। পরে সোমবার সকালে স্থানীয় প্রভাবশালী আব্দুল মতিন দলবল নিয়ে ওই জমি দখল করতে গেলে দরিদ্র পরিবারগুলোর সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল মতিন তার লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যায় মিঠুন। আহত হন আরো অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে হাফিজুল মারা যান।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বন্দুকসহ আব্দুল মতিন ও তার আরো দুই সহযোগীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এআরএ/পিআর