ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক ব্যবসায়ী অপহরণ করলেন মাদক ব্যবসায়ীকে

প্রকাশিত: ০২:০১ পিএম, ২২ জুন ২০১৫

জেলার কলমাকান্দার পূর্ব বাজারের মাদক ব্যবসায়ী দুলাল মিয়াকে রোববার অপহরণ করেছেন দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে মোবাইল ফোনে ২ লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা। এ ব্যাপারে দুলাল মিয়ার বাবা কাচু মিয়া গতকাল সোমবার কলমাকান্দা থানায় জিডি করেছেন। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে।  

জানা গেছে, দুলাল মিয়া স্থানীয় কয়েকজনকে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা ফেনসিডিলসহ মাদকের ব্যবসা করে আসছিলেন। কুমিল্লার কয়েকজন মাদক ব্যবসায়ী তার কাছে বেশ কিছু টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। বোরবার দুলাল মিয়াকে ট্রাকে করে উঠিয়ে নিয়ে যান তারা। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবিও করা হয়। টাকা না দিলে দুলাল মিয়াকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন অপহরণকারীরা।

সোমবার সকালে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে ১ লাখ ৬০ হাজার টাকা পাঠানো হয়। ওই বিকাশের দোকান থেকে টাকা নিতে আসা এক নারীকে বুড়িচং থানা পুলিশ আটক করেছেন। অপহরণকারীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য পুলিশ ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।      

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে বুড়িচং থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য চেষ্টা চলানো হচ্ছে।    

কামাল হোসাইন/এমজেড/আরআইপি