রাজবাড়ীতে ইলিশ ধরায় ২৬ জেলের সাজা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ অাদালত।
বুধবার বেলা ১১টার দিকে পৃথক পৃথক ভাবে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় এ ভ্রাম্যমাণ অাদালত পরিচালিত হয়।
রাজবাড়ী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদু্ল ইসলাম, শাহ মো. সজিব ও সাবরিনা সারমিন ভ্রাম্যমাণ অাদালত পরিচালনার মাধ্যমে ১৪ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং গোয়ালন্দ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ অাব্দুল্লা সাদিক ভ্রাম্যমাণ অাদালত বসিয়ে ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল অাগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ এতিমখানায় দেয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এফএ/আরআইপি