ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে পরিবহন ধর্মঘটে দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৮ অক্টোবর ২০১৭

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিক-যুবলীগ সংঘর্ষের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা।

বুধবার সকাল ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট চলছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক।

ধর্মঘটের কারণে সিলেট থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাচ্ছে না। চলছে না নগরের মধ্যে স্বল্পপাল্লার যানবাহনও। তবে বিচ্ছিন্নভাবে কিছু সিএনজিচালিত অটোরিকশা ও হালকা যান চলাচল করতে দেখা গেছে।

syhleet

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, পরিবহন শ্রমিক ও মালিক নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকে বসে সমস্যার সমাধান করা হবে।

এদিকে দুরপাল্লার বাস চলাচল না করায় প্রভাব পড়েছে ট্রেনের উপর। যাত্রীরা রেলস্টেশনে গিয়ে ভিড় করলেও টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

syhleet

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহীদুর রহমান জানান, বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু পর্যাপ্ত টিকিট না থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না।

পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক জানান, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী অতর্কিত পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায়। এ হামলার প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট চলছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন তিনি।

ছামির মাহমুদ/এফএ/আইআই

আরও পড়ুন