ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনবাগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৮ অক্টোবর ২০১৭

নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীসহ তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সেনবাগ থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জাগো নিউজকে ব্ষিয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টার দিকে সেনবাগ উপজেলার উত্তর রাজারামপুর গ্রাম থেকে মোক্তার হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ডোমনাকান্দি ও বাতানিয়া গ্রাম থেকে আমিরুল ইসলাম ও খোরশেদ আলমকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ১৩/১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এএম/জেআইএম