ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উত্তরা গণভবনের শতবর্ষী গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:০৯ এএম, ১৮ অক্টোবর ২০১৭

নাটোরের উত্তরা গণভবনে ঝরে পড়া এবং মরা গাছের পরিবর্তে শতবর্ষী তাজা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে এই ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

৭১-পরিষদ নামের একটি সংগঠন বুধবার দুপুর ১২টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য দেন-৭১ পরিষদ সংগঠনের আহ্বায়ক কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার, গবেষক খালিদ বিন জালাল বাচ্চু, ৭১-পরিষদ সংগঠনের সদস্য আলী আকমল বাপ্পী সহ অন্যান্যেরা।

এদিকে, উত্তরা গণভবনে গাছ কাটার বিষয়ে ৫ সদস্য বিশিষ্টি একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলামকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, সদর সহকারী কমিশনার ভূমি শামিম ভুইয়া, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিন্দ মন্ডল। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ঝরে এবং মরে যাওয়া দুটি আম, একটি মেহগনিসহ বেশ কিছু গাছের ডালপালার ইজারা আহ্বান করে স্থানীয় গণপূর্ত বিভাগ। পরে বনবিভাগের কর্মকর্তা আবু আব্দুল্লাহ সরেজমিনে পরিদর্শন শেষে ওই কয়েকটি গাছ এবং ডালপালার মূল্য নির্ধারণ করে মাত্র ১৮ হাজার ৪০০ টাকা। পরে পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় যুবলীগের সোহেল ফয়সাল নামের এক ঠিকাদার ১৮ হাজার ৪০০ টাকার বিনিময়ে গাছগুলো ক্রয় করেন।

কিন্তু অভিযোগ রয়েছে গণপূর্ত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর সহযোগিতায় টেন্ডার নেয়া গাছের পাশাপাশি আরও ১২ থেকে ১৫টি তাজা গাছ কর্তন করেছেন।

যার আনুমানিক মূল্য অন্তত ১০ থেকে ১২ লাখ টাকা। ইতোমধ্যে বেশির ভাগ গাছের গুঁড়ি ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। সোমবার জেলা প্রশাসন তাজা গাছ কাটার অভিযোগ পেয়ে কিছু গাছের গুঁড়ি ও গুল জব্দ করে।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম