ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় যুবককে শ্বাসরোধে হত্যা

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৮ অক্টোবর ২০১৭

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতি পূর্বপাড়া গ্রামে নুরুজ্জামান সেখ (৩০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ১০টার দিকে একটি ডোবা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুজ্জামান সেখ খয়েরসুতি পূর্বপাড়া গ্রামের তয়ন সেখের ছেলে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) জালাল উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার ওই যুবক নিখোঁজ হন। আজ সকালে স্থানীয়রা গ্রামের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ডোবায় ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরএআর/এএম/আরআইপি