বেগমগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
এ সময় ওই চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার তোফায়েল আহমদের ছেলে মো. ফারুক প্রকাশ টুনা (৩৫), মৃত বসু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (৫৯), তোফায়েল আহমদের ছেলে মো. বাসু (৩৬) ও মৃত আ. কাইউমের ছেলে মো. দুলাল (৩৩)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৫২০ টাকাসহ চার মাকদ ব্যবসায়ী আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মিজানুর রহমান/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়