ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতি চেষ্টার অভিযোগে ৪ স্কুলছাত্র গ্রেফতার

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৮ অক্টোবর ২০১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাকাতি চেষ্টার অভিযোগে চার স্কুল ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাতে তেঁতুলিয়া উপজেলা সদরের বেরং সেতুর কাছে তেঁতুলিয়া ঢাকা মহাসড়কে স্থানীয় লোকজন তাদের গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। বুধবার দুপুরে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা দিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলো- তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট এলাকার আব্দুল আলিমের ছেলে মাসুদ (১৪), আব্দুল কাদেরের ছেলে খোকন (১৪), আব্দুল মজিদের ছেলে মজনু (১৪) এবং শাহা আলমের ছেলে সলেমান (১৪)। এদের সকলে তেঁতুলিয়ার ভিপি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছয়জনের একটি দল মঙ্গলবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বেরং ব্রিজের কাছে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিলে দুইজন পালিয়ে যায়।

খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ চারজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বুধবার দুপুরে এসআই আশরাফ উদ দৌল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা অভিযোগে মামলা করেন।

তেঁতুলিয়া থানা পুলিশের (ওসি-তদন্ত) মো. আব্দুস সাত্তার বলেন, আটক চারজনের বিরুদ্ধে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার বিকেলে মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সফিকুল আলম/এএম/জেআইএম