ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বহিষ্কার

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে ২ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৬৭৩ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন মটরশ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুব আলম মঞ্জু প্রমুখ।

উল্লেখ্য, সাবেক সাধারণ সম্পাক গোলাম মোস্তফা ২০১১ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৬ সালের ১৪ নভম্বের পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকাকালীন ভুয়া ভাউচারের মাধ্যমে ওই পরিমাণ টাকা আত্মসাৎ করেন বলে বর্তমান সাধারণ সম্পাদক অভিযোগ করেন, যা অডিট কমিটির মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং এ বিষয়ে শ্রম আদালতে গোলাম মোস্তফার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

রাশেদুজ্জামান/এমএএস/এমএস