ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝড়ের কবলে পড়ে সাগরে ট্রলার ডুবি

প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৩ জুন ২০১৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল সাগরে `এফবি মায়ের দোয়া` নামের একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ওই ট্রলারে থাকা মাঝিসহ ১৪ জন জেলে ২ ঘণ্টা সাগরে ভেসে প্রাণে রক্ষা পেয়েছেন।

সোমবার সকাল ৯টায় কচিখালী ডিমের চর এলাকার অদূরে প্রচণ্ড ঢেউয়ের কারণে মাছধরা ট্রলারটি ডুবে যায় বলে জেলেরা জানান।

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকার মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন জাগো নিউজকে বলেন, সাগরে প্রচণ্ড রুলিং হচ্ছে। সকালে চরদুয়ানী এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি মাছধরা ট্রলার ঢেউয়ের আঘাতে ডুবে যায়। পরে ওই ট্রলারে থাকা মিজান মাঝিসহ ১৪ জন জেলে দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য মাছধরা ট্রলারের সহায়তায় উদ্ধার হন তারা। তবে ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পাওয়া যায়নি।

এদিকে নিম্নচাপের কারণে রোববার ভোর থেকে বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেকে থেকে কখনো মুষলধারে বৃষ্টি আবার কখনো ঝড়ো হাওয়া বইছে।

শওকত আলী বাবু /এমজেড/পিআর