ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:২০ এএম, ১৯ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহজাহান আলী উপজেলার সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাহান আলী সরকারি কাজে বাধা দেয়া ও নাশকতাসহ ১০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই