বগুড়ায় ট্রাক-পিকআপের সংঘর্ষে নারীসহ নিহত ২
বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে বালু বোঝাই ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপের হেলপার জয়পুরহাট জেলার কুমার গ্রামের বদিউজ্জামানের ছেলে আসাদুজ্জামান (২৫) ও পথচারী বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের জনাব আলীর স্ত্রী রাহেলা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিলফামারীর ডালিয়া থেকে বালু বোঝাই একটি ট্রাক বগুড়া শহরে আসছিল। পথে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় রংপুরগামী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত হয়। একই সময় ঠেঙ্গামারা ছাত্রাবাস থেকে রান্নার কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে রাহেলা বেগম দুর্ঘটনা কবলিত ট্রাকচাপায় মারা যায়। ট্রাক ও পিকআপে থাকা আহত অপর ২ জনের পরিচয় জানা যায়নি।
বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রাহেলা বেগমের দাফন কাজ সম্পন্ন করার জন্য পরিবারকে নগদ ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
লিমন বাসার/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন