বন্ধ চালু ফের বন্ধ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল নৌযান চলাচল ফের বন্ধ করে দেয়া হয়েছে।
বৈরী আবহাওয়া, পদ্মায় তীব্র স্রোত এবং ঢেউয়ের কারণে রাত থেকে এসব বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে সকালে ২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জসিম উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। শনিবার সকালে দুইটি ফেরি চললেও পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
তিনি আরো জানান, ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকায় ফিরে গেছেন।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান