মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন, ওসি (তদন্ত) মঞ্জুর মোর্শেদ, ওসি (অ্যাডমিন) সাইফুল ইসলাম সবুজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, অ্যাডভোকেট লাবলু মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সেতু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, তথ্য কল্যাণ সম্পাদক তানজিল হাসান, কার্যকরী সদস্য আব্দুস সালাম ও মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন- আজকালের খবরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, ভোরের পাতার জেলা প্রতিনিধি শেখ শিমুল, সকালের খবরের জেলা প্রতিনিধি আরাফাত রহমান বাবু, সংবাদ প্রতিদিনের ও সভ্যতার আলোর বিশেষ প্রতিবেদক নাদিম মাহমুদ ও এসএটিভির জেলা প্রতিনিধি হাসান জুয়েল প্রমুখ।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান