ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে নৌযান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৩:০০ পিএম, ২১ অক্টোবর ২০১৭

বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনের মতো কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

তবে সন্ধ্যার দিকে দুটি রোরো ফেরি চলাচল শুরু করলেও আবহাওয়া উন্নতি না হওয়ায় রাত ১০টা থেকে পুনরায় সকল ফেরি বন্ধ রাখা হয়। এতে এই রুটে যাত্রী দুর্ভোগ ও ভোগান্তি চরম আকার ধারণ করেছে। উভয় ঘাট এলাকায় আটকে পড়েছে অন্তত ৭ শতাধিক যানবাহন। এর মধ্যে শতাধিক যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালবাহী ট্রাক রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকালে আবহাওয়া গতকালের চেয়েও খারাপ থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করে।

খুলনা থেকে আসা যাত্রী সুমন বলেন, প্রয়োজনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) উত্তাল পদ্মা পাড়ি দিতে হচ্ছে। কাল আমাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে।

সোনালী ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আগামীকাল থেকে উত্তরায় ব্যাংকের একটি জরুরি প্রশিক্ষণ কর্মশালা। দুই দিনের ওই কর্মসূচিতে যাওয়ার জন্য কাঁঠালবাড়ী ঘাটে এসে সকাল থেকে অপেক্ষা করছি। কিন্তু কাঁঠালবাড়ী ঘাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ কোনো নৌযানই চলাচল করছে না। এ কারণে ঘাটে অপেক্ষা করে ঢাকা না যেতে পারলে বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

বরিশাল থেকে আসা অ্যাম্বুলেন্স যাত্রী রোকসানা বলেন, মা গুরুতর অসুস্থ। তাকে বরিশাল থেকে ঢাকা মেডিকেলে নেয়ার জন্য ভোর রাতে রওনা হয়েছি। কিন্তু ঘাটে এসে দেখি কোনো ফেরি চলাচল করছে না। অসুস্থ মায়ের অবস্থাও খুবই খারাপ কখন যে ফেরি পার হতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই।

বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোটসহ নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও খারাপ হলে দুর্ঘটনা এড়াতে বেলা ১১টার দিকে এ রুটের সকল ফেরি, লঞ্চ, স্পিডবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে উভয় ঘাটে কয়েকশ যানবাহন আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ জানান,আবহাওয়া অনুকূলে না থাকায় সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে আবহাওয়া ভালো হয়ে উঠলে যে কোনো সময় লঞ্চ, স্পিডবোট চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে আটকে আছে অসংখ্য পরিবহন। রাতের প্রথম দিকে ফেরি চললেও পরে বন্ধ রাখা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/আরআইপি