ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২১ অক্টোবর ২০১৭

টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত লাগা যানজট স্বাভাবিক হয়েছে। দীর্ঘ ১৪ ঘণ্টা পর শনিবার রাত ৭টার দিকে যানজটমুক্ত হয় এই মহাসড়ক।

সড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা পর্যন্ত এখন যানজট মুক্ত বলে নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শাহআলম।

তিনি বলেন, ভারি বর্ষণে খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে শনিবার ভোর থেকে দীর্ঘ ১৪ ঘণ্টার ভোগান্তি শেষে এখন নির্বিঘ্নে এই মহাসড়কে যান চলাচল করছে। দিনের মতো যদি রাতে আবহাওয়ার বৈরীতা দেখা দেয় তাহলে পুনরায় যানজট দেখা দিতে পারে বলে ধারণা করছেন তিনি।

এর আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে মির্জাপুর উপজেলার গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার রাতে তা স্বাভাবিক হয়।

আরিফ উর রহমান টগর/এমআরএম/এএম