ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:৫১ এএম, ২২ অক্টোবর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে ৩০ কিলোমিটার সড়কে এমন অসহনীয় যানজট দেখা গেছে।

এ অবস্থার জন্য বৈরী আবহাওয়া, অবিরাম বৃষ্টি আর মহাসড়ক সম্প্রসারণের চলমান কাজকে দায়ি করছে কর্তব্যরত পুলিশ বিভাগ।

Tangail-Janjot

এছাড়াও মহাসড়কের যেখানে সেখানে সৃষ্ট হওয়া বড় বড় গর্তে চাকা পড়ে গাড়ি বিকল হওয়ার ঘটনায় এ যানজট আরো তীব্র আকার ধারণ করছে বলেও দাবি পুলিশ বিভাগের।

এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগের ইনস্পেক্টর জানে আলম বলেন, রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস ও টাঙ্গাইলের সোহাগপুর থেকে গাজীপুরের চন্দ্র পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে সৃষ্টি হচ্ছে থেমে থেমে যানজট। এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। মহাসড়কের এ দুটি পয়েন্ট ছাড়া বাকি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস

আরও পড়ুন