ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে দেখা দিয়েছে থেমে থেমে যানজট। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে ৩০ কিলোমিটার সড়কে এমন অসহনীয় যানজট দেখা গেছে।
এ অবস্থার জন্য বৈরী আবহাওয়া, অবিরাম বৃষ্টি আর মহাসড়ক সম্প্রসারণের চলমান কাজকে দায়ি করছে কর্তব্যরত পুলিশ বিভাগ।

এছাড়াও মহাসড়কের যেখানে সেখানে সৃষ্ট হওয়া বড় বড় গর্তে চাকা পড়ে গাড়ি বিকল হওয়ার ঘটনায় এ যানজট আরো তীব্র আকার ধারণ করছে বলেও দাবি পুলিশ বিভাগের।
এ প্রসঙ্গে টাঙ্গাইল ট্রাফিক পুলিশ বিভাগের ইনস্পেক্টর জানে আলম বলেন, রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস ও টাঙ্গাইলের সোহাগপুর থেকে গাজীপুরের চন্দ্র পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে সৃষ্টি হচ্ছে থেমে থেমে যানজট। এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। মহাসড়কের এ দুটি পয়েন্ট ছাড়া বাকি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ