মুন্সীগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। মা ইলিশ শিকারের শেষ মুহূর্তে আইন অমান্য করে ইলিশ ধরার অপরাধে এই জাল জব্দ করা হয়।
রোববার ভোর থেকে মেঘনা নদীর বকচর, চর ঝাপটার এলাকায় অভিযান চালিয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, আইন অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করতে কারেন্ট জাল ফেলার প্রস্তুতি করছিল জেলেরা। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তারা। এ সময় কাউকে আটক করা যায়নি। তবে ১০ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
অভিযান শেষে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান উপস্থিতিতে ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত ১২ পর্যন্ত ২২ দিন মা ইলিশ প্রজনন সময় থাকায় ইলিশ আহরণ-ক্রয়-বিক্রয় পরিবহনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
তবে সোমবার (২৩ অক্টোবর) থেকে ৯ দিনের জন্য উন্মুক্ত হচ্ছে ইলিশ ধরা। এই কয়দিন ইলিশ আহরণ-ক্রয়-বিক্রয় ও পরিবহনে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবে না।
এরপর আগামী ১ নভেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত টানা ৮ মাস জাটকা (৯ ইঞ্চির কম সাইজের ইলিশ) নিধন ও ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান