রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সভা
আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণাধীন দেশের একমাত্র রূপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্প পরিদর্শন করতে যাচ্ছেন। নভেম্বর মাসের ২০ তারিখের মধ্যে যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের দ্বিতীয় ফেজের কাজের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এই সফরের প্রাকপ্রস্তুতি হিসেবে রোববার দুপুরে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
সভায় আলোচনায় অংশ নেন, এসডিজি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. দিলিপ কুমার সাহা, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নইম চৌধুরী, রুপপুর পরমাণু প্রকল্পের উপদেষ্টা প্রকৌশলী মনিরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল সামস, রুপপুর পরমাণু প্রকল্পের পিডি ড. শওকত আকবর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুরুর রহমান, রাশিয়ান এএসই’র ভাইস প্রেসিডেন্ট খানিজ।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। এখন আসল কাজ শুরুর উদ্বোধন করা হবে আগামী মাসের যেকোনো দিন।
সভায় ভূমিমন্ত্রী বলেন, জাতীয় এই প্রকল্পের দ্রুত কাজ চলছে। এটি দেশের ইতিহাসে একটি মাইল ফলক। এখন আণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটি হতে যাচ্ছে।
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি