ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আটাপাড়া সীমান্তে হুন্ডি ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০২:২৮ পিএম, ২২ অক্টোবর ২০১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে হুন্ডির ৬ লাখ ৫০ হাজার ৮০০ টাকাসহ সুদর্শন কুমার কুন্ডু (৪৭) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

রোববার বিকেলে আটাপাড়া সীামান্ত দিয়ে টাকাগুলো ভারতে পাচারের সময় তাকে আটক করা হয়েছে বলে বিজিবি দাবি করেছে। আটক হুন্ডি ব্যাবসায়ী সুদর্শন কুমার কুন্ডু জেলা শহরের কুন্ডুপাড়া মহল্লার নিত্যানন্দ কুন্ডুর ছেলে।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক জানান, ওই সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে টাকা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সুদর্শন কুমার কুন্ডু নামে ওই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে টাকাগুলো উদ্ধার করলে সুদর্শন তার অপরাধ স্বীকার করেন।

রাশেদুজ্জামান/এএম/আরআইপি