বগুড়ায় হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার ঈদগাহ মাঠের পাশ থেকে থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এসময় এলাকার কেউ মরদেহটি চিনতে পারেননি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জাগো নিউজকে জানান, নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। গলায় ফাঁস দেয়া অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লিমন বাসার/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন