ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাগনভূঞায় বিদ্যুৎকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ জুন ২০১৫

ফেনীর দাগনভূঞায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে তারে জড়িয়ে আবদুস সালাম (৩৫) নামে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন।  বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের জগতপরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে দাগনভূঞা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী আবদুস সালাম জগতপর এলাকায় কাজ করতে যায়।  এ সময় বিদ্যুতের তারে জড়িতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আবদুস সালাম নাটের জেলার বাসিন্দা। দাগনভূঞা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জহিরুল হক মিলু/এআরএ/আরআই