সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহর পরিবারে শোকের মাতম
সৌদি আরবের রিয়াদ শহরে গত রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুল্লাহ চৌধুরী (২৮)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামের সোনা মিয়া চৌধুরীর ছেলে। নিহতের পরিবারে এখন চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই আতিয়ার চৌধুরী ও ছোট ভাই আবু সালাম চৌধুরী আগেই বিদেশে যান। গত এক বছর আগে আব্দুল্লাহ চৌধুরী সৌদি আরবে ফ্রি ভিসায় গমন করেন। শনিবার রাত ১টায় তিনি কাজে যোগদানের উদ্দেশ্যে গাড়িতে করে যাবার পথে ভোরের দিকে পাথরের সঙ্গে ধাক্কা খায় তাকে বহনকারী গাড়িটি। এসময় আব্দুল্লাহ চৌধুরী ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশে তৃতীয় রোজার ইফতারির আগ মূহূর্তে সংবাদটি পরিবারের লোকজন পান। স্ত্রী সাথী আক্তার ও দেড় বছরের একমাত্র ছেলে সন্তান নাদিম চৌধুরী ও পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকার আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। স্ত্রীর দাবি তার স্বামীর মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। এজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
এলাকার ইউপি চেয়ারম্যান হারুন-অর-রসিদ বলেন, ছেলেটি অত্যন্ত ভদ্র ছিল। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
এমজেড/আরআইপি/এসআরজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- ২ ১৭ বছর তরুণ প্রজন্মের অনেকে ব্যালট পেপার চোখে দেখেনি
- ৩ সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেবো না: ইসি সানাউল্লাহ
- ৪ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
- ৫ জুলাই আন্দোলনে যারা পানি পান করিয়েছে তারাই ভোট চুরি ঠেকাবে