ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১২:২০ পিএম, ২৪ জুন ২০১৫

বাগেরহাটের মোড়েলগঞ্জে মো. ইউনুস খান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সীমান্তবর্তী মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা বাজার এলাকা থেকে স্থানীয় ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্ত ইউনুস খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কামলা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে।

মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ইউনুস খান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।

শওকত আলী বাবু/এমজেড/আরআই