ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামলা তুলে না নেয়ায় ধর্ষকের কাণ্ড

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

লক্ষ্মীপুরের রায়পুরে মামলা তুলে না নেয়ায় ধর্ষিত কিশোরীর বাবাকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ধর্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার দুপুরে আহত ব্যক্তি থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রোববার (২২ অক্টোবর) হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও আহত ব্যক্তি জানান, ২০১৫ সালের ২৩ নভেম্বর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের সদু মিয়ার ছেলে নুর আলম।

এ ঘটনায় কিশোরীর বাবা অভিযুক্ত নুর আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে থানায় মামলা হয়।

পরবর্তীতে আসামি নুর আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পলাতক থাকার পর নুর আলম জেলা আদালতে আত্মসমর্পণ করেন।

সাত মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে সম্প্রতি জামিনে বের হন আসামি। এরপর থেকে মামলা তুলে নিতে হুমকি দেয় নুর আলম ও তার পরিবারের সদস্যরা।

সবশেষ রোববার (২২ অক্টোবর) দুপুরে মামলার বাদীর সঙ্গে নুর আলম ও তার ভাই বেলায়েত হোসেনের এ নিয়ে তর্ক হয়। একপর্যায়ে তারা বাদীকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর অভিযুক্ত নুর আলম ও তার ভাই বেলায়েত পলাতক রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এএম/আরআইপি