ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিরিরবন্দরে ৬ জুয়াড়ির কারাদণ্ড

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে ৬ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। জুয়া খেলার অপরাধে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চিরিরবন্দর উপজেলার গোন্দল গ্রামের বলরাম রায়ের ছেলে বিমল চন্দ্র রায় (৪০), সুন্দরবন গ্রামের ব্রজেন্দ্র নাথ রায়ের ছেলে হেমন্ত কুমার (৩৮), বৈকণ্ঠপুর গ্রামের বাবু রামের ছেলে প্রিয় নাথ রায় (৫৫), নশরতপুর গ্রামের আ. জব্বারের ছেলে মোশারফ হোসেন (৪৫), বৈকণ্ঠপুর গ্রামের দইয়ার ছেলে জিয়াউল ইসলাম (৪৮), নশরতপুর গ্রামের আ. রহমানের ছেলে হামিদুল ইসলাম (৪৪)।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর উপজেলা ভূষির বন্দর বাজারে জুয়ার আসর থেকে ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানীর আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের প্রত্যককে ৫০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারিসুল ইসলাম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/আইআই