ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ২১ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৫ অক্টোবর ২০১৭

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রমের অভিযোগ আনা হয়েছে। বুধবার সকালে তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।

সাতক্ষীরা বিজিবির তলুইগাছা ক্যাম্পের নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, আটকরা বিভিন্ন সময়ে কাজের খোঁজে ভারতে যান। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন গ্রামে। সেখান থেকে তারা ফিরে আসছিলেন। গোপন সংবাদে তাদের আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম