ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বয়স্ক ভাতা নিয়ে সমাজসেবা কর্মকর্তার দুর্নীতি

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৫ জুন ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সমাজ সেবা অফিস কার্যালয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় লোকজন।  

এলাকাবাসী জানান, সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ও তাদের অপসারণের দাবিতে সকাল ১০টার দিকে অফিস কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন তারা।

দুপুর পর্যন্ত অফিসে তালা থাকায়  অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয়রা অফিস চত্বরে অবস্থান করছিলেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তালা খুলে দেয়া হয়।
 
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল কাউয়ুম হুদা অভিযোগ করে বলেন, তার ইউনিয়নের ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ১০৩ জন বয়স্ক ভাতা ভোগী নারী-পুরুষ মারা গেছেন। কিন্তু সমাজ সেবা অফিসার ও তার কর্মচারীরা গোপনে এসব মৃত ব্যক্তির নামে টাকা উত্তোলন করছেন। এছাড়া অনেক মৃত  ব্যক্তির পরিবর্তে মোটা অঙ্কের টাকা উৎকোচ নিয়ে নিয়ে অনিয়মের মাধ্যমে বয়স্ক ভাতা কার্ড দিচ্ছেন। ফলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রকৃত বয়স্ক ভাতা ভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরো জানান, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বনগ্রাম ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও তাদের অপসারণের দাবিতে অফিসে তালা ঝুলানো হয়েছে।

এ নিয়ে সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অফিসের কয়েজিন সহকারি সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের  কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব জাগো নিউজকে জানান, উপজেলা সমাজসেবা অফিসের বিরুদ্ধে এর আগেও ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানান। এবারও অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অমিত দাশ/এমজেড/আরআইপি