রাজশাহীতে ৩টি ক্লিনিককে জরিমানা
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ৩টি ক্লিনিকে অভিযান চালিয়ে একটি সিলগালাসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাইছারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওহাটা বাজারে অবস্থিত ইসলামী জেনারেল হাসপাতাল, মাহফুজুল হক ফার্মেসি কাম ক্লিনিক ও মাদার কেয়ার ক্লিনিকে অভিযান চালানো হয়। এসব ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় এবং একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের অপরাধে মাহফুজুল হক ফার্মেসি কাম ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে ইসলামী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে চরম অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেয়ার অভিযোগে ৫৫ হাজার টাকা এবং শর্ত ভঙ্গ করে ক্লিনিক চালানোর দায়ে মাদার কেয়ার ক্লিনিকের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এসব ক্লিনিকে চিকিৎসার নামে অপচিকিৎসা দেয়া হচ্ছে। এর আগেও এসব ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও পরে আবার একইভাবে অপচিকিৎসা দেয়া হয়। দালালের মাধ্যমে রোগী ভর্তি করারও অভিযোগ রয়েছে এসব ক্লিনিকের বিরুদ্ধে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইছারুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এজন্য এলাকাবাসীকেও সজাগ হওয়ার আহ্বান জানান।
শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি