ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেকুয়ায় কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৬ অক্টোবর ২০১৭

কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা এলাকার পূর্ব পাশে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, ধানখেতে মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহের বিচ্ছিন্ন মাথাটি ৫-৬ ফুট দূরে ধানখেতের মধ্যেই পাওয়া গেছে। মরদেহের হাতে একটি ঘড়ি, গায়ে গেঞ্জি আর পরনে হাফ প্যান্ট রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে- হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে খুনিরা।

সায়ীদ আলমগীর/আরএআর/আইআই