ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে অজ্ঞান পার্টির খপ্পরে এক পরিবার

প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৫ জুন ২০১৫

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকির পাড়া গ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক হিন্দু পরিবারের ৬ সদস্য অসুস্থ হয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পশ্চিম ফকির পাড়া গ্রামে একদল দুর্বৃত্ত চেতনানাশক ওষুধ স্প্রে করে অভিনব কায়দায় বাড়ির সদস্যদের অচেতন করে নগদ দেড়লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বাড়ির মালামাল লুট করেছেন।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই পরিবারের সদস্যদের বাড়ির বাইরে কাউকে দেখতে না পেয়ে তাদের খোঁজ নিতে বাড়ির ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। পরে তাদেরকে উদ্ধার করেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ভর্তিকৃতরা হলেন, বাড়ির কর্তা গণেশ চন্দ্র (৬৫), তার স্ত্রী গিতারাণী (৫০) ছেলে সীমান্ত (২৮), শাখালি রানী (৬০), দুলাল (৩৫) শৈলান (৪০)।

গণেশ চন্দ্র জাগো নিউজকে বলেন, রাতে খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিন দুপুরে ঘুম ভাঙলে আমিসহ আমার পরিবারের অন্য সকল সদস্য অসুস্থতা অনুভব করি। পরে দেখতে পাই নগদ দেড়লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বাড়ির মালামাল দুর্বৃত্তরা লুট করেছেন। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এমজেড/আরআই