ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৫ জুন ২০১৫

লক্ষ্মীপুরে মারধরের পর নাকে-মুখে বালিশ চাপা দিয়ে নুরী বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। যৌতুক না পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। বৃহস্পতিবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নুরী বেগম সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের মৃত ইউছুফ আলীর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে কংশ নারায়নপুরে একই বাড়ির আবদুল আউয়ালের ছেলে মো. শাহজাহানের সঙ্গে নুরী বেগমের বিয়ে হয়। এর কয়েক মাস পরেই যৌতুকের জন্য নুরীকে চাপ সৃষ্টি করে স্বামী শাহজাহান। এতে বাধ্য হয়ে তাকে ৬০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। সম্প্রতি বাবার সম্পত্তি বিক্রি করে এক লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য নুরীকে চাপ দেয় শাহজাহান।

এ নিয়ে তাদের সংসারে কলোহ দেখা দেয়। যৌতুক না পেয়ে গত বুধবার এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে নাকে-মুখে বালিশ চাপা দিয়ে নুরী বেগমকে হত্যা করে শাহজাহান। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সালাহ উদ্দিন জানায়, যৌতুকের জন্য বিয়ের পর থেকেই তার ফুফুকে স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার বৈঠক হয়। দাবিকৃত এক লাখ টাকা যৌতুক না পেয়ে তার ফুফুকে মারধরের এক পর্যায়ে তাকে নাকে-মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকে স্বামী মো. শাহজাহান পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছেনা। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এআরএ/আরআইপি