ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৫ জুন ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ছেলের সঙ্গে নাতি জামাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মতিয়ার রহমান শুটকু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ নাতি জামাই রানা মিয়াকে (২৫) আটক করেছে। বৃহস্পতিবার উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান শুটকু ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মন্ডল নীরব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মতিয়ার রহমানের ছেলে শহিদুল ইসলামের মেয়ে তানু বেগমের সঙ্গে একই গ্রামের নুরন্নবীর ছেলে রানা মিয়ার ৬/৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী তানু ও শশুর শহিদুলের সঙ্গে প্রায়ই রানার ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকেলে রানার সঙ্গে তার শ্বশুর শহিদুলের ঝগড়া বাধে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় মতিয়ার রহমান তাদের থামাতে গেলে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় মতিয়ার রহমানের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, খবর পেয়ে মতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো পরিষ্কার নয়।

অমিত দাশ/এআরএ/আরআইপি