ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আজ দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস

প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৫ জুন ২০১৫

শুক্রবার দেশের আলোচিত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম-আঙ্গোরপোতা ছিটমহলবাসীর ২৪তম মুক্ত দিবস। এ দিবসটি ঘিরে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসী মিলাদ মাহফিল, জাতীয় পতাকা উত্তোলন ও তিনবিঘা করিডোর গেট অভিমুখে  শোভাযাত্রাসহ নানা কর্মসূচী হাতে নিয়েছেন।

সূত্র মতে, দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসী দীর্ঘ ৪৫ বছর অবরুদ্ধ জীবন-যাপনের পর মুজিব-ইন্দিরা চুক্তি মোতাবেক রেশনিং প্রথায় ১ ঘণ্টা পর পর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি চলাচলের সুযোগ পায় ১৯৯২ সালের ২৬ জুন। এরপর ১৯৯৯ সাল থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দহগ্রাম-আঙ্গরপোতাবাসী মূল ভূখণ্ডের সঙ্গে চলাচলের সুযোগ পান।

তৃতীয় ধাপে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় হাসিনা-মনমোহন বৈঠকের ২ দিন পর ৮ সেপ্টেম্বর থেকে তিনবিঘা করিডোর গেইট ২৪ ঘণ্টা খুলে দেওয়া হয়। এরপর একই বছরের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবিঘা করিডোর গেইট আনুষ্ঠানিকভাবে ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করেন।

সেই থেকে ১৯৯২ সালের পরবর্তী বছরের ২৬ জুনকে দহগ্রাম-আঙ্গরপোতাবাসী মুক্ত দিবস পালন করে আসছে। ২০১৩ সাল থেকে নতুন করে যুক্ত হয়েছে ভারত-বাংলাদেশের অভ্যন্তরে ১৬২ ছিটমহলের অধিবাসীদের যৌথ সমন্বয় সভা।

এবারে দু`দেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হওয়ায় করিডোর এলাকায় দু`দেশের ছিটমহলের অধিবাসীরা এক যৌথ সভার আয়োজন করেছেন।

ছিটমহলের অধিবাসীরা তিনবিঘা করিডোর চত্বর এলাকায় মিলিত হয়ে যৌথ আনন্দ মিছিল আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলে জাগোনিউজকে জানিয়েছেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির লালমনিরহাট ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

এদিকে একই দিনে ভারতের কেন্দ্রীয় দল বিজেপির উদ্যোগে তিনবিঘায় শহীদ দিবস পালন ও পার্শ্ববর্তী রানীরহাট বাজারে তিনবিঘাকে ঘিরে বিশাল জনসভার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ভারতের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলের অধিবাসীরা। উল্লেখ্য যে, ১৯৯২ সালের ২৬ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ভারতীয় মূল ভূখণ্ডের অধিবাসী সুধীর রায় ও ক্ষিতিশ রায় মারা যান। জানা গেছে, এ দুই ভারতীয় নাগরিক করিডোরে প্রবেশ পথের বিরোধীতা করতে গিয়ে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান।  
      

দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা জাগো নিউজকে বলেন, দহগ্রাম-আঙ্গরপোতাবাসী এবার ২৬ জুন ২৩ বছর পূর্তি উৎযাপন করবে।

দহগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান জাগোনিউজকে বলেন, ২৬ জুন দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর মুক্তি দিবস। প্রতিবছরের মতো এবারো দিবসটিকে ঘিরে স্থানীয় দহগ্রাম-আঙ্গরপোতাবাসী মিলাদ মাহফিল, পতাকা উত্তোলন, তিনবিঘা করিডোর অভিমুখে শোভাযাত্রাসহ নানা কর্মসূচী পালন করবেন।

রবিউল হাসান/এমজেড/টিআই